t সাতকানিয়ায় নিখোঁজ শিশুর লাশ মিলেছে পুকুরে – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাতকানিয়ায় নিখোঁজ শিশুর লাশ মিলেছে পুকুরে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া মাঈন উদ্দিন আরফাত (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ১৬ ঘণ্টা পর আজ বুধবার ভোর ৫টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জনার কেঁওচিয়া মুক্তিযোদ্ধা আবদুল কাদেরের বাড়ির পার্শ্ববর্তী মাষ্টার বাড়ি পুকুর পুকুর থেকে তার লাশ খুঁজে পায় পরিবারের লোকজনসহ আত্মীয় স্বজনরা।

নিহত আরফাত উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকার ওমান প্রবাসী আবদুল মান্নানের ছেলে। সে তৃতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

শিশুটির চাচা মো. ইয়াছিন বলেন, আরফাতের মা শারমিন আক্তার বেশ কয়েকদিন ধরে জন্ডিসে আক্রান্ত। গত শুক্রবার (১২মে) তার নানী গিয়ে আমাদের বাড়ি থেকে মা’সহ তাদের নানার বাড়ি নিয়ে যায়। গত মঙ্গলবার দুপুরে সে মায়ের সাথে শুয়ে পড়ে। মা ঘুমিয়ে পড়লে মাকে ফাঁকি দিয়ে নানার বাড়ির সবার অজান্তে ঘর থেকে বের হয়ে আর ফিরেনি আরফাত। পরে সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং ও সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। ইয়াছিন আরও বলেন, সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম মঙ্গলবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ও জেলেদের দিয়ে পুকুরে জাল ফেলেও তাকে পায়নি। বুধবার ভোর ৫টার দিকে মুসল্লিরা নামাজ পড়তে উঠে মাষ্টার বাড়ি পুকুরে ভাসমান অবস্থায় আরফাতের লাশ দেখতে পেয়ে পাড়ে তুলে নেয়।

তিনি আরও বলেন, ছেলের মৃত্যুর খবর পেয়ে তার বাবা ওমান থেকে দেশে এসেছে। বুধবার বিকেলে নামাজের জানাজা শেষে আরফাতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন বলেন, খবর পেয়ে মঙ্গলবার বিকেল থেকে মাগরিব পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫/৬ জনের একটি টিম পুকুরে নেমে ও জাল ফেলে শিশুটিকে খুঁজলেও পাওয়া যায়নি। অন্ধকার হয়ে যাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়।

তিনি আরও বলেন, আসলে শিশুটি কি পানিতে ডুবে নিখোঁজ, না কি কোথাও চলে গেছে ? তা নিশ্চিত করে শিশুটির স্বজনরা বলতে পারেনি। আজ ভোরে চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল রওয়ানা দিয়েছিল। লাশ উদ্ধারের খবর পেয়ে তারা ফেরত যায়।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print