
বিএনপির পদযাত্রা নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের বহদ্দারহাটে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এ নিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে বহদ্দারহাট এলাকায়। তবে পাল্টা আক্রমন কিংবা তাৎক্ষনিক কাউকে আটক করেনি পুলিশ।
আজ রবিবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
তবে বিএনপি দাবী করেছে কোন ধরণের হামলার ঘটনা ঘটেনি।
জানা গেছে, মহানগর বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকা থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিছিল বের হয়। মিছিলটি বহদ্দারহাট এলাকায় পৌঁছালে নেতারা সমাপনী বক্তব্য দেয়ার সময় পুলিশ বাঁশি বাজিয়ে ও লাঠি চার্জ করে নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে তারা পুলিশের প্রতি ইটপাটকেল ছুঁড়ে মারে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তবে কোন পুলিশ বা নেতাকর্মী আহত হয়নি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম জানান, বিএনপির মিটিং থেকে হঠাৎ করে পুলিশের উপর হামলা করেছে। আমরা কাউকে আটক করা হয়নি। পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে মহানগর বিএনপির (মিডিয়া) দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা ইদ্রিস আলী জানান, পুলিশের উপর কোন হামলার ঘটনা ঘটেনি। মূলত পত্রযাত্র নিয়ে বাকলিয়া থেকে বহদ্দার হাট পৌছলে সেখানে রোড ডিভাইডারের উপর দাড়িয়ে মহানগর বিএনপিরে সদস্য সচিব আবুল হাসেম বক্কর সমাপনী বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করতে গেলে পুলিশ বহদ্দারহাট কাশবন হোটেলের সামনে হুইসেল বাজিয়ে লাঠিচার্জ করে নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। এসময় দুই একটি পাথর নিক্ষেপ হয়। তবে এতে কেউ আহত হয় নি। কোন হামলার ঘটনাও ঘটেনি।