ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলীর সবুর হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জন খালাস

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের কর্ণফুলীতে ১৩ বছর আগে মো. সবুর নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার আদেশে দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও ৪ জনের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৩১ মে) বিকেলে চট্টগ্রামের ২য় অতিরিক্ত মহানগর ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সিরাজুল মোস্তফা মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন- মো. জাবেদ ও হাবিজ আহমেদ এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি মো. মিন্টু মিয়া। এছাড়াও ওই মামলায় খালাস প্রাপ্তরা হলেন-হোসনে আরা, তারা বানু, পেয়ার আহমেদ এবং নুরুল আলম মেম্বার।

মামলার নথি থেকে জানা যায়, ‘২০১০ সালের ৫ নভেম্বর সকালের দিকে মামলার বাদি খোয়াজনগরের দখলীয় জমিতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টা করলে ভিকটিম মো. আবদুল সবুর ও আঃ করিম তাদের বাধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে আসামী মোঃ জাবেদ ছুরি দিয়ে বুকের বাম পাশে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে এবং আসামী হাবিজ আহমদ তার হাতে থাকা ছুরি দিয়ে নাভির বাম পাশের পেটে আঘাত করে। আরেক আসামী নুরুল আলম মেম্বার লোহার রড দিয়ে আঘাত করলে ভিকটিম মাটিতে পড়ে যায়।

পরে মামলার বাদী ভিকটিমের স্ত্রী খুরশিদা বেগম আর্তচিৎকার স্থানীয় লোকজন এগিয়ে এসে ভিকটিমকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। পরে ভিকটিমের স্ত্রী কর্ণফুলী থানায় মামলা দায়ের করে।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রায় ১৩ বছর পর বুধবার দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন দিয়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে খালাস দেয়া হয়। মামলা বিচার চলাকালীন সময়ে অপর আসামি ছবির আহমদ ও ফরিদ আহমদ মারা যান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সিরাজুল মোস্তফা মাহমুদ বলেন, এ মামলায় আদালত ১১ জনের সাক্ষী নিয়েছেন। এজাহারে মোট আসামি ছিল ১০ জন।

আইনজীবি আরও জানান, ২০১১ সালে এই মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার তৎকালীন এসআই উৎপল বড়ুয়া তদন্ত করে ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print