
জেলার আনোয়ারা উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ইয়াছমিন আকতার প্রকাশ উর্মী (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ওয়াহেদ আলী বাজার এলাকায় নিজ ঘরের চালের সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। স্থানীয়রা জানায় উর্মি নিজেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়,, উর্মী রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোল্লাপাড়া ঘাটকুল এলাকার আব্দুস সত্তারের মেয়ে। গত প্রায় ২বছর আগে একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ওয়াহেদ আলী বাজার এলাকার মুহাম্মদ হাসনের ছেলে মোঃ কাশেমের সাথে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় ৷
উর্মী’র শশুর বাড়ির লোকজন জানান, সকালে তার স্বামী কাজে চলে যায়। শাশুড়ীও বাইরে ছিলো। এই ফাঁকে নিজ রুমে গিয়ে আত্মহত্যা করে উর্মী। উর্মীর পিতা আব্দুস সাত্তার জানায় সকাল ১১টায় খবর পায় যে আমার মেয়ে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করে এখনো অবগত নয়। তিনি বলেন আমার মেয়ের আত্মহত্যা পর তার স্বামী পালিয়ে গেছে।
আনোয়ারা থানার ওসি মির্জা মুহাম্মদ হাছান বলেন, এক নারীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা ধারণা করা হচ্ছে।