
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ মঞ্জুর আলম (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১০ জুন) সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বন্দি মঞ্জুর আলম মঞ্জুর কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া উত্তর শিলখালীর মকবুল আহমেদের ছেলে। কারাগারের কয়েদির নম্বর ৬৪৮৯/এ। তিনি টেকনাফ থানার মামলা নম্বর ৭০ (২৯/৮/১৯) এর আসামি ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ এমরান হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওই বন্দি কারাগারে অসুস্থ বোধ করলে শুক্রবার রাত ১১টায় কারা হাসপাতালের সহকারী সার্জনের নির্দেশে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
জানা গেছে, ২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় আব্দুল করিম নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলায় মো. মঞ্জুর ওরফে কল মঞ্জুরসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ৩১ জানুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।