
চট্টগ্রামে কর্ণফুলী নদীর বাকলিয়া এলাকায় জাহাজের পাখায় লেগে থাকা এক আজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার বিকেলে বাকলিয়া মন্দিরঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কর্ণফুলী নদীর মন্দিরঘাট এলাকায় এমভি হাসিব নামে একটি জাহাজের নিচে পাখার সঙ্গে লেগে ছিল ওই নারীর মরদেহ। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে তার মৃত্যু হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেস্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বলেন, মরদেহটি উদ্ধারের পর দুই জন নারীকে দিয়ে মরদেহটির শরীর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু শরীরের কোথাও খুনের কোনো আলামত পাওয়া যায়নি। আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর পরনে ছিল খয়েরি রঙের মেক্সি। হাতে চুরি, নাকে নোলক এবং কানে দুল পরা ছিল। আপাতত আমরা একটি অপমৃত্যু মামলা করেছি। পোস্টমর্টেম রিপোর্ট এলে তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে। নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।