পেশাজীবী প্রকৌশলী ওসমান গণির গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায় হামলা, ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহ নেওয়াজ, এ্যাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, ড্যাব চট্টগ্রাম মহানগর আহ্বায়ক ডা. জসীম উদ্দীন, ডা. তমিজ উদ্দিন মানিক, ডা. বেলায়েত হোসেন ঢালী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. হাসান আলী, যুগ্ম সম্পাদক এড. জালাল উদ্দীন পারভেজ, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আহমদ ছফা, সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ।
বিবৃতিতে বক্তারা ফ্যাসিবাদী কায়দায় যে ভাবে রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নের গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে তা নিন্দনীয়। শুধু হামলা নয় সন্ত্রাসীরা দরজা ভেঙে ঘরের আসবাবপত্রসহ মূল্যাবান সামগ্রী লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা প্রভাবশালীর ব্যক্তির ছত্রছায়ায় রাঙ্গুনিয়ায় সন্ত্রাসের রাজত্ব্য কায়েম করেছে। নির্বাচনী দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই রাঙ্গুনিয়ায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বেছে বেছে মামলা ও হামলা করে হয়রানি করছে। এই অপশক্তির রাজনীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে পেশাজীবী নেতৃবৃন্দ অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়া ও লায়ন আসলাম চৌধুরীসহ সরাদেশের অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে মুক্তির দাবি জানিয়েছে।