
ফেনী শহরের রামপুর এলাকায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক শিক্ষার্থী।
শুক্রবার (৯ জুন) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ফেনীর একটি হাইস্কুলের ছাত্রী।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে বন্ধুর সঙ্গে দেখা করতে ওই ছাত্রী রামপুর এলাকার বকতিয়ার ভূঁইয়া বাড়ি সড়কের বাসা থেকে বের হয়। পশ্চিম উকিলপাড়া ভাইটাল রিচার্স-১ ইউনিটের সামনে থেকে তাকে প্রলোভনে ফেলে মিশু নামে এক যুবক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। সেখান থেকে রামপুর মসজিদ সংলগ্ন জাহানারা ম্যানশনের তৃতীয় তলার একটি বাসায় নিয়ে যায়। এ ঘটনায় মিশু ও বাসার বাসিন্দা আয়েশা আক্তারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে আদালত সূত্র জানায়, রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফাতেমাতুজ জোহরা মুনার আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দোস্ত মোহাম্মদ বলেন, মামলা দায়েরের পর পুলিশ আয়েশাকে গ্রেফতার করেছে। প্রধান আসামি মিশুর পরিচয় শনাক্ত ও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।