
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে পুকুরে ভাসছিল সেলিনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মরদেহ। পরে পুলিশ তা উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আজ সোমবার সকাল ৯ টার দিকে ইউনিয়নের নতুনপাড়া এলাকার মহাসড়কের পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
গৃহবধূর স্বামী আরিফুল ইসলাম পেশায় একজন রিক্সা চালক। তিনি জানান তার স্ত্রী কিছুটা মানসিক ভারসাম্যহীন। সকালে বাড়ি থেকে একটু দুরে পুকুরে এক নারীর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে এসআই আবদুল মজিদ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্বামী আরিফুল জানান, তার স্ত্রী সেলিনা বেগম রাত একটা দিকে সকলের অলক্ষ্যে ঘর থেকে বের হযে যায়। অনেক খোঁজাখুজির পর পাওয়া যায়নি। পরে সকালে জানতে পারেন পার্শ্ববর্তী আবুল খায়ের মাষ্টারের কলোনির পুকুরে ভাসমান অবস্থায় এক যুবতীর লাশ ভাসছে। সেখানে গিয়ে সে স্ত্রীর লাশ সনাক্ত করেন।
সীতাকুণ্ড মডেল থানার এসআই আবদুল মজিদ বলেন, ভাসমানবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামী ও বাপের বাড়ির লোকজন জানান সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।