t বোয়ালখালীতে পোষাক শ্রমিকদের সড়ক অবরোধ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে পোষাক শ্রমিকদের সড়ক অবরোধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
জেলার বোয়ালখালীতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফিগো ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে। এতে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ, রোগী ও এইচএসসি মডেল টেষ্ট পরীক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৩ জুন) সকাল থেকে উপজেলার শাকপুরা বড়ুয়া টেক এলাকার ফিগো ফ্যাশন লিমিটেড গার্মেন্টসের সামনে আরাকান সড়কে জড়ো হতে থাকেন শ্রমিকরা। তারা কারখানায় প্রবেশ করতে চাইলে মোতায়েনকৃত ইন্ড্রাস্টিয়াল পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আরকান সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

এসময় পুলিশের সাথে বাক-বিতন্ডায় লিপ্ত হন তারা। বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের একাধিকবার বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। দীর্ঘ আড়াইঘণ্টা পর দুপুর ২টার দিকে শ্রমিকদের ফিগো কারখানার সামনে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা এ রির্পোট লেখা পর্যন্ত কারখানার সামনে অবস্থান করছেন। এর আগে গত সোমবারও শ্রমিকরা আরাকান সড়ক অবরোধ করেছিলেন। ওইদিন পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানান, গত এপ্রিল মাসের বেতন বকেয়া রেখে গার্মেন্টসটি বন্ধ করে দেয়। এরপর গড়িমসি শুরু করেন মালিকপক্ষ। এর মধ্যে শতশত শ্রমিককে ছাটাই করে দিয়েছেন। ফলে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা করেননি মালিকপক্ষ।

চট্টগ্রাম ইন্ড্রাস্টিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম সেলিম বলেন, ‘নিরাপত্তার জন্য পুলিশ সোমবার থেকে মোতায়েন রয়েছে। মালিকপক্ষের সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান কথা বলেছিলেন। মালিকপক্ষ জানিয়েছেন ১৩ জুন বকেয়া বেতনের ২০ শতাংশ, ১৫ জুন ৩০শতাংশ ও ২০ জুন ৫০ শতাংশ শ্রমিকদের পরিশোধ করবেন। কিন্তু শ্রমিকরা তা মানছেন না।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print