ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভারতে ইমামকে‘জয় শ্রীরাম’বলতে বাধ্য ও গেরুয়া চাদর পরিয়ে দেয় কট্টর হিন্দু যুবকরা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতে মুসলিমদের উপর নিগ্রহ বেড়ে চলেছে। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ উত্তরপ্রদেশে। সম্প্রতি সেখানে আবারও মুসলিম নিগ্রহের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, একজন ইমামকে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা করেছে তিনজন যুবক। ইমাম সে কথা বলতে রাজি না হওয়ায় তাকে রীতিমতো মারধরও করেছে তারা, অভিযোগ এমনটাই।

ইমাম মুজিবুর রহমান উত্তরপ্রদেশের বাঘপত এলাকার বাসিন্দা। সম্প্রতি মসজিদ থেকে মাগরিবের নামাজ সেরে ফেরার সময়েই এমন আক্রমণের মুখে পড়েন তিনি। তার অভিযোগ, ফেরার পথেই তার পথ আটকায় তিনজন যুবক। ওই যুবকেরা একটি গেরুয়া চাদর জড়িয়ে দেয় ইমামের গলায়। ধমকের সুরে তাকে নির্দেশ দেয়া হয় ‘জয় শ্রীরাম’ বলার জন্য। শুধু তাই নয়, তাকে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ বলতেও বলা হয়, এমনটাই অভিযোগ করেছেন ইমাম। কিন্তু সে কথা বলতে রাজি হননি তিনি। আর এরপরেই তাকে লাথি ঘুসি মারতে শুরু করে ওই যুবকেরা। তাকে রীতিমতো মারধর করা হয় বলেই দাবি করেছেন ইমাম।

এই ঘটনার জেরে অভিযোগ জানাতে গিয়েছিলেন আক্রান্ত ইমাম। তবে কোতোয়ালি-তে তার অভিযোগ নিতে টালবাহানা করা হয় বলেই দাবি করেছেন তিনি। এরপর সরাসরি পুলিশের সুপারিনডেন্টের সঙ্গে যোগাযোগ করেন তারা। উপরমহলের হস্তক্ষেপে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি-র ফুটেজ দেখে তিন অভিযুক্তের মধ্যে দু’জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার অর্পিত বিজয়ভার্গিয়া জানিয়েছেন, ধৃত দুই অভিযুক্তের নাম রাহুল কুমার এবং জিতেন্দ্র কুমার। দুজনেই বাঘপত এলাকার বাসিন্দা।

কোনও মুসলিম ব্যক্তিকে দিয়ে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা করা হয়েছে, এর আগেও এমন অভিযোগ উঠেছে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। বিশেষ করে উত্তরপ্রদেশে এমন সাম্প্রদায়িক বিতর্ক একেবারেই নতুন নয়। বাঘপত এলাকাটি ২০১৩-তে মুজফফরনগরের সহিংসতার সময়েও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা, বিবাদের ঘটনার একাধিক নজির রয়েছে। এবার সেই তালিকাতেই নতুন সংযোজন এই ঘটনা। সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print