
ভোট কেন্দ্রের খরা কাটাতে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে মসজিদের মাইক দিয়ে ভোট কেন্দ্রে যেতে জনগণকে আহবান জানানো হচ্ছে।
সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার সংকট চলছে। প্রার্থীদের কর্মী সমর্করা ভোটারদের বুঝিয়েও কেন্দ্রে নিতে পারছে না।
অনেক কেন্দ্রে গিয়ে দেখা গেছে বাইরে অসংখ্য উৎসুখ মানুষ অবস্থান করলে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন না।
রবিবার সকালে শুরু হওয়া এই আসনের উপনির্বচন চলাকালে দুপুর পর্যন্ত একটি ভোট পড়েনি এমন বুথও রয়েছে। অন্য দিকে ভোটারে খরা কাটাতে একটি এলাকার মসজিদের মাইক থেকে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার অনুরোধ জানাতে শুনা গেছে।
দুপুরে নগরীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি উচ্চ বিদ্যালয় এ বিদ্যালয় (১১৭ নম্বর মোল্লাপাড়া ভোটকেন্দ্র।) কেন্দ্রটির তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি। এ কেন্দ্রের মোট ভোটার দুই হাজার ৩৪৬টি। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে এ কেন্দ্রের ৬টি বুথে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫০টির মত।

কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, এক ঘণ্টা ৫০ মিনিটে এ কেন্দ্রের এক নম্বর বুথে ভোট পড়েছে ১৭, দুই নম্বর বুথে ৯টি, তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি। চার নম্বর বুথে ১৩টি, পাঁচ নম্বর বুথে ৭টি, ছয় নম্বর বুথে তিনটি করে ভোট পড়েছে।
এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পুলক কুমার বড়ুয়া জানান, ‘সকালে ভোটারের উপস্থিতি কম। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।’
এ কেন্দ্রের তিন নম্বর বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আনসার উল্লাহ বলেন, ‘তিন নম্বর বুথে ৩৯১ জন নারী ভোটার আছেন। দুপুর পর্যন্ত কোনও ভোট পড়েনি।’ এ কেন্দ্রের প্রতিটি বুথে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট থাকলেও বাকি চার প্রার্থী এ কেন্দ্রে এজেন্ট দেয়নি।
এদিকে ভোট চলাকালে আত্মহইবার সকাল ১০ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত নগরীর বাদুরতলা জঙ্গি শাহ মাজার এলাকায় একটি মসজিদের মাইক থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে এলাকাবাসীকে আহ্বান করতে শোনা গেছে।
এ নিয়ে এলাকার লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।
আব্বাস উদ্দিন নামে মহালদার এক বাসিন্দা বলেন নির্বাচনের কাজে মসজিদের কোন কিছু ব্যবহার করা ঠিক নয়। মসজিদের মাইক লাগানো হয়েছে শুধু আজান ও ধর্মীয় কাজের জন্য।
নির্বাচনে নৌকা মার্কার সরকার দলীয় প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন- কেন্দ্রে ভোটারদের আনতে তার দলের কর্মী সমর্থকরা কাজ করছে।
এদিকে সকাল থেকে ভোট চলাকালে বেলা ২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিপুল সংখ্য র্যাব পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনী কর্মকর্তা ও রিটানিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলেছ। কোথাও কোন সমস্যা নেই। প্রতিটি কেন্দ্রে বসানো সিসি ক্যামেরা দিয়ে নির্বাচন কমিশন থেকে ভোট পর্যবেক্ষণ করেছ ইসি।
এই নির্বাচনে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) এ আসনের জন্য লড়ছেন।