
চট্টগ্রামের তরুণ সাংবাদিক, একুশে পত্রিকার সম্পাদক আজাদ হোসেন তালুকদার আর বেঁচে নেই। আজ বুধবার (২ আগষ্ট) ভোর পৌনে ৪টায় রাজধানীর বিআরবি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন আজাদ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলিাহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
তার ভাইপো সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাত গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে আজাদ মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে আসছিলেন। অসুস্থ আজাদ তালুকদার ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
দুর্ভাগ্যজনকভাবে দুই বছর আগে লিভার ক্যান্সারে আক্রান্ত হন তিনি। ব্যয়বহুল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ক্যামো নেয়ার মাধ্যমে ভারতে ও বাংলাদেশে চিকিৎসা নিয়েছে তিনি।
গত ২০ জুলাই সর্বশেষ চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরে আসেন। ভর্তি হন রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে। সেখানে গত ২১ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ তাকে দেখতে যান।
সাংবাদিকতায় দীর্ঘ ৩ দশক ধরে জড়িত আজাদ তালুকদার একুশে পত্রিকা সম্পাদনা ছাড়াও একাত্তর টিভি, বৈশাখী টিভি, একুশে টিভি, অধুনালুপ্ত দৈনিক সকালের খবর, ট্রান্সকম গ্রুপের সিস্টার কনসার্ন সাপ্তাহিক ২০০০, আন্তর্জাতিক ফিচার সংস্থা-সান ফিচার সার্ভিস, এফএম রেডিওসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এছাড়া কপ-১৭ (ডারবান), কপ-১৮ (দোহা), কপ-১৯ (ওয়ারশো) কাভার করার পাশাপাশি পেশাগত প্রয়োজনে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।
করোনার সংক্রমণ শুরুর পর ২০২০ সালে মাত্র ১৪ দিনে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ এর অন্যতম প্রতিষ্ঠাতা আজাদ তালুকদার। করোনাকালে সবাই যখন চিকিৎসা পাওয়া নিয়ে চিন্তায় অস্থির, তখনই তাঁরা করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানের ব্যবস্থা করেছেন। সাংবাদিক হিসেবে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নিয়েছিলেন তিনি।
তাঁর লেখা ‘রিপোর্টারের ডায়েরি’, তাঁর রচিত ‘স্বপ্নফেরি’ বইটি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন। বইটি প্রকাশ করেছে বর্ণনা প্রকাশনী।