
জেলার সাতকানিয়া উপজেলার চারতি ইউনিয়নে বন্যার পানিতে নৌকা ডুবে একই পরিবারের নারী শিশুসহ ৫ জন নিখোঁজ হয়েছে।
আজ মঙ্গলবার (৮ আগষ্ট) বিকেলে উপজেলার দক্ষিণ চরতী, ৭ নং ওয়ার্ড এ ঘটনা ঘটে।
চরতি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল্লাহ পাঠক নিউজ ডটকমকে বলেন, নারী শিশু সহ ৮ জন নিয়ে একটি নৌকা ডুবে যায়। ৪ জন তাৎক্ষনিক উদ্ধার হলেও ৩ শিশু ও এক নারী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনার পর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে তল্লাশী চালিয়েছে বলে শুনেছি। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় বিস্তারিত খবর পাচ্ছি না।
স্থানীয সূত্রে জানা গেছে, কয়েক দিনের অতি বৃষ্টি পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার মধ্যে নিজ এলাকা চরতির অইন্যার পাড়া, নুর হোসেন কোম্পানি বাড়ি থেকে নৌকা করে সন্তানদের নিয়ে একটি পরিবারে ৫ সদস্যসহ ৮ জন পাশবর্তি সুইপুরা যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এতে ৫ জন নিখোঁজ হয়। নৌকায় এক নারী ও এক পুরুষ ছাড়াও ৩ শিশু ছিল। তবে তাদের নাম পরিচয় জানা জায় নি।