ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামের ১১ জনসহ কাস্টমসের ১০৪ কর্মকর্তাকে একযোগে বদলি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কাস্টমস ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ১০৪ জন রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম কাস্টমস এর ১১ জন রয়েছে।

গতকাল বুধবার (১৬ আগস্ট) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন সই করা এক আদেশে ১১৭ জন রাজস্ব কর্মকর্তাকে ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের কাস্টমস অফিস, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলে কাস্টমসের বিভিন্ন দপ্তরে রদবদল করা হয়।

বদলির আদেশে তাদের আগামী ২৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বদলিকৃতদের তালিকা দেখুন ক্লিক করে-

কাস্টমস বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, দেশের রাজস্ব খাতে গতিশীলতা ফেরাতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে অন্যান্য পদেও রদবদল করা হবে।

চট্টগ্রামে ১১ জন বদলি :

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ১১ জন রাজস্ব কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।
গতকাল বুধবার (১৬ আগস্ট) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন সই করা এক আদেশে তাদের চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, যশোর ও সিলেট কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়।

আদেশে চট্টগ্রাম কাস্টমস হাউসের ছয় রাজস্ব কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে থাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। এরমধ্যে রাজস্ব কর্মকর্তা ইব্রাহিম হোসেনকে রাজশাহীতে, মো. নিজাম উদ্দীনকে রংপুরে, আবু সুফিয়ানকে খুলনায়, দেবোত্তম কুমার দেবনাথ ও মো. ছাদিকুল ইসলামকে যশোরে এবং মো. এনামুল হককে সিলেটে বদলি করা হয়েছে।

অপরদিকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম ও সুজিত কুমার বিশ্বাসকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে, অসিত কুমার আচার্য্যকে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, নাজমুল ইসলামকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মো. শাহীন আখতারকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।

এদিকে, ঢাকার কাস্টমস বন্ড কমিশনারেটের মো. এমরান হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে এবং খুলনা কাস্টমস হাউসের সেন নারায়ণ চন্দ্র, নাজমুল আহসান ও মো. জয়নাল আবেদীনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মো. নুরুল ইসলামকে চট্টগ্রাম কাস্টমস হাউসে, কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মোসাম্মৎ তহুরুন্নেছাকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে এবং রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বিপ্লব কুমার সরকারকে চট্টগ্রাম কাস্টমস হাউসে বদলি করা হয়েছে।

এছাড়া রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সৈয়দ আরিফুর রহমানকে চট্টগ্রাম কাস্টমস হাউসে এবং সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মো. হাফিজুর রহমান ও মো. আবদুল কাদেরকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্মরত মো. তরিকুল ইসলামকে চট্টগ্রাম কাস্টমস হাউসে এবং যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্মরত মো. মোফাজ্জল হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বদলি করা হয়েছে। বদলির আদেশে তাদের আগামী ২৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print