t চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীকে জলবদ্ধতা, নালায় পড়ে শিশু নিখোঁজ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীকে জলবদ্ধতা, নালায় পড়ে শিশু নিখোঁজ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে শনিবার রাত থেকে প্রবল বৃষ্টি পড়ছে। টানা বৃষ্টির কারণে ফের বন্দর নগরী জুড়ে ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এদিকে বৃষ্টির পানিতে ভরাট হয়ে যাওয়া নালায় পড়ে নিখোঁজ হয়েছে ইয়াছিন আরাফাত নামে এক বছর বয়সী এক শিশু।

আজ রবিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ডবলমুরিং থানার উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় কেএম টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয়।নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জালাল আহমেদ বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে নালায় পড়ে এক শিশু নিখোঁজের খবর পাই। সেখানে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দল কাজ করছে। এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

নিখোঁজ শিশু ইয়াছিন আরাফাতের বাবার নাম সাদ্দাম হোসেন।

এর আগে, গত ৭ আগস্ট সকালে হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ডের ইসলামিয়া হাট বাদামতল এলাকায় নালায় পড়ে নিপা পালিত (১৯) নামের হাটহাজারী সরকারি কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

২০২১ সালের ২৫ আগস্ট সকালে চট্টগ্রামের মুরাদপুরে পানির নিচে ডুবে থাকা রাস্তায় হাঁটার সময় ড্রেনে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী সালেহ আহমেদ। আজও তার হদিস মেলেনি।

উল্লেখ্য, শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে মহানগরীর অধিকাংশ নিন্ম এলাকা পানিতে তলিয়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, স্কুল কলেজে পানি ঢুকে চরম ভোগান্তি পড়েন নগরবাসী।

বৃষ্টিতে হালিশহর, আগ্রাবাদ সিডিএ ও শান্তিবাগ আবাসিক এলাকা, ছোটপোল, বহদ্দারহাট, বাদুরতলা, শুলকবহর, মোহাম্মদপুর, কাপাসগোলা, চকবাজার, বাকলিয়ার বিভিন্ন এলাকা, ফিরিঙ্গিবাজারের একাংশ, কাতালগঞ্জ, কেবি আমান আলী রোড, চান্দগাঁওয়ের শমসের পাড়া, ফরিদার পাড়া, পাঠাইন্যাগোদা, মুন্সীপুকুর পাড়, মুরাদপুরের বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলি পানিবন্দি হয়ে পড়ে।

বৃষ্টির কারণে চট্টগ্রাম বোর্ডের আজ থেকে শুরু হওয়া এইচ এসসি পরীক্ষা সকালে ১ ঘন্টা দেরীতে শুরু হয়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, রবিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print