রাতারাতি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মরক্কো। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আতঙ্কে কাঁপছেন স্থানীয়রা। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৫০। আহত হয়েছেন অন্তত ৩২৯ জন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহু বাড়ি।
ভূমিকম্পের ফলে বাড়িছাড়া বহু মানুষ। ভয়ে খোলা আকাশের নিচেই সময় কাটাচ্ছেন অনেকে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮ মাত্রা। শুধু তাই নয়, বিধ্বংসী এই কম্পনের জেরে ধুলিসাৎ হয়ে গিয়েছে ইউনেসকো হেরিটেজ হিসেবে চিহ্নিত, ঐতিহাসিক মারাকেশ শহরকে ঘিরে থাকা লাল দেয়াল।
জানা গিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ১১ মিনিট নাগাদ বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। এর ১৯ মিনিট পর আফ্টার শক অর্থাৎ কম্পনের হালকা ঝটকা অনুভব করেন স্থানীয়রা। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৯।
কম্পনের উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে, মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরের হয়েছে অ্যাটলাস পার্বত্য অঞ্চলের উকাইমেদেন স্কি রিসর্ট সংলগ্ন এলাকাকে। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, পর্তুগাল এবং আলজিরিয়াতেও তা অনুভূত হয়েছে।