
জেলার মিরসরাই উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ( ৩ অক্টোবর) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনোয়ারা বেগম মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মিয়া সওদাগর বাড়ির জয়নাল আবেদীনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, গতকাল ‘সোমবার চৈতন্যেরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন আনোয়ারা। এরপর উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চমেকে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা গেছেন।’
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, ‘চৈতন্যারহাট এলাকায় এক নারী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার খবর শুনেছি। তবে মারা যাওয়ার বিষয়টি অবগত নই। আমি খোঁজ খবর নিয়ে দেখছি।’