ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেনীতে আগুনে দগ্ধ দুই শিশুর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফেনীতে বসতঘরে দগ্ধ হওয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের মা।

মঙ্গলবার (৩ অক্টোবর) মধ্যরাতে ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে দুর্বৃত্তদের প্রতি আঙুল তুলেছেন স্বজনরা।

মৃত দুই শিশু হলো ফকির বাড়ির মুহাম্মদ রনির ছেলে মাইদুল ইসলাম শাহাদাত (১৩) ও রাহাদুল ইসলাম গোলাপ (৬)।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে দুই সন্তানকে নিয়ে তাদের মা কামরুল নাহার পলি ঘুমিয়ে পড়েন। রাত একটার দিকে বিছানায় আগুন দেখে তিনি চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক সন্তানের মরদেহ উদ্ধার করে এবং পলি ও অন্য ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরেক সন্তানও মারা যান। অপরদিকে, আহত পলির শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে গেছে।

মৃত দুই শিশুর চাচা কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘৩০ সেপ্টেম্বর ফকির বাড়ির হোনা মিঞা মারা যান। পরে তাকে কবরস্থানে দাফন করা নিয়ে আমাদের পরিবারের সঙ্গে একটি ঝামেলা হয়। তখন তার পরিবারের আনোয়ার, বাদল, রমজান ও জনি আমাদের মেরে ফেলার হুমকি দেয়। সেই শত্রুতার জের ধরে তারা ঘরে আগুন লাগিয়ে এই হত্যা করেছে।’

প্রতিবেশী মো. নুরুল ইসলাম রাহাত বলেন, ‘চিৎকার শুনে আমরা দৌঁড়ে আসি। তাদের বাড়ির ফটক ভেতর থেকে লাগানো ছিল সঙ্গে সঙ্গে ঢুকতেও পারিনি।’

ফেনী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জসিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই সেখানের লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনের সূত্রপাত কোথায় থেকে সেটি এখনও বলা যাচ্ছে না। আমরা এটি নিয়ে কাজ করছি।’

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘এ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print