ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বন্দর দিয়ে খালি কন্টেইনারী সিঙ্গাপুর যাওয়ার চেষ্টা যুবক আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম বন্দর থেকে খালি কন্টেইনারের ভিতরে লুকিয়ে অবৈধভাবে সিঙ্গাপুর যাওয়ার সময় ধরা পড়েছে লিটন মোল্লা (২৩) নামের এক যুবক।

বন্দর থেকে সিঙ্গাপুরে পথে মাঝ সমুদ্রে ক্রুদের হাতে ধরা পড়ে লিটন। পরে তাকে সিঙ্গাপুর থেকে দেশে এনে পুলিশে সোপর্দ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিদর্শক নাছির উদ্দিন আহমেদ বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করেছেন বলে জানান ন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।

তিনি বলেন- যুবক লিটন মোল্লা পেশায় একজন ড্রাইভার। তিনি অবৈধভাবে কন্টেইনারের ভেতরে লুকিয়ে সিঙ্গাপুর যাত্রা করেন। জাহাজ যখন মাঝ সাগরের পথে লিটন ক্ষিধা তৃষ্ণায় খাবার খুঁজতে কন্টেইনারের বাইরে আসে। এসময় জাহাজের ক্রুদের হাতে ধরা পড়ে সে। তাকে আটক করে জাহাজের ক্যাপ্টেন হাই ফং’র (Hai Phong) হেফাজতে রাখেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, অভিযুক্ত লিটন গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় তার ভোটার আইডি কার্ড, ছবি ও ড্রাইভিং লাইসেন্সের কপি জমা দিয়ে বন্দর গেইট পাস পাওয়ার জন্য আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ডকুমেন্ট যাচাই-বাছাই করে তাকে ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় বন্দরে প্রবেশ কার্ড ইস্যু করেন। তার নামে ইস্যুকৃত গেইট পাস দিয়ে ওই দিন চট্টগ্রাম বন্দরের সিসিটি-২ গেইট দিয়ে বিকেল ৫.২৩ ঘটিকায় চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে প্রবেশ করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী লিটন এমভি হাইয়ান ভিউ (MV HAIAN VIEW) নামক জাহাজের পিছন দিয়ে রেলিং বেয়ে উঠে জাহাজে করে অবৈধ পন্থায় বিদেশ যাওয়ার জন্য উক্ত জাহাজের খালী কন্টেইনারের ভিতরে লুকিয়ে থাকে।

পুলিশ জানায়, অভিযুক্ত লিটনের কাছ থেকে বন্দর প্রবেশের একটি কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স, নগদ ৩ হাজার, একটি ছোট বাটন মোবাইল সেট ও একটি চকলেট কালারের ওয়ালেট জব্দ করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে খালি কনটেইনারের ভেতর লুকিয়ে গত ১৩ বছরে ১০ বারে ১১ জন বিদেশে যাওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এবং ৯ জনকে জীবিত ফিরিয়ে আনা হয়েছে। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে এমন ঘটনা ঘটেছিল।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print