
ফিলিস্তিনীদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ এবং ইহুদিবাদী ইজরাইলি আগ্রাসন, হত্যা, নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিবাদে হেফাজতে ইসলামের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমার পর বাদ জুমা হাটহাজারিতে এই বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদী জনতা ও মুক্তিকামী মানুষ শরীক ছিলেন।
হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা হাফেজ মুহাম্মদ শোয়াইব জমিরী (দা.বা.)এর সভাপতিত্বে হাটহাজারী নূর মসজিদ সম্মুখস্ত চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা.বা.)।
বক্তব্যে হেফাজত আমীর বলেন, ইহুদীবাদি অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনী মুসলমানদের উপর ভয়াবহ জুলুম চালাচ্ছে। তাদের দেশ অবৈধভাবে দখল করে তাদেরকে বাস্তুচ্যুত করে রেখেছে। একই সাথে তাদের উপর নিপীড়ন, হত্যাযজ্ঞ চালাচ্ছে। এটা শুধু মুসলিম নিপীড়নই নয়, বরং ভয়াবহ পর্যায়ের মানবতাবিরোধী অপরাধও। আমাদের যদি সামর্থ থাকতো, তাহলে ফিলিস্তিনী মুসলমানদের সাথে মিলে ইহুদিবাদী জালেম ইসরাইলের বিরুদ্ধে জিহাদে আমরাও শরীক হতাম। আমাদের যেহেতু সেই সুযোগ নেই, তাই আমরা তাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সর্বাত্মক সংহতি ও সমর্থন প্রকাশ করছি।
হেফাজত আমীর একই সাথে উলামা-মাশায়েখ ও তাওহিদী জনতার প্রতি ইহুদীবাদি আগ্রাসী ইসরাইলের ধ্বংস ও ফিলিস্তিনী মুসলমানদের বিজয় ও নিরাপত্তা কামনা করে দেশব্যাপী মসজিদে মসজিদে কুনুতে নাযেলার আমলের আহ্বান জানান।
বক্তব্য শেষে হেফাজত আমীর ফিলিস্তিনী মুসলমানদের মুক্তি ও হেফাজতের লক্ষ্যে মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া পরিচালনা করেন। এর আগে হাটহাজারী পৌর হেফাজতের সভাপতি মাওলানা মীর ইদরিসও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এরপর হেফাজত নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি হাটহাজারী নূর মসজিদ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড-কলেজগেট-কাচারি সড়ক হয়ে ডাকবাংলো চত্বরে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়।