ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডিসি’র নির্দেশ মানছেন না সন্দ্বীপের ইউএনও

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপন উচ্ছেদে চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশ না মানার অভিযোগ উঠেছে সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র বিরুদ্ধে।

জানা গেছে সন্দ্বীপের দেলোয়ার খাঁ সড়ক  (সন্তোষপুর ইউনিয়ন) হারামিয়া মৌজা হারামিয়া জেএল নং-৩৯, আরএস দাগ নাং-৪৯২ (অংশ) বিএস দাগ নং ২২২৫০,২৩১৬২ (প্রতি অংশ) সড়ক ও জনপথ বিভাগের জায়গা। তার পিছনে ব্যাক্তি মালিকানাধীন আবাসিক ভুমি রয়েছে। সেই ভুমি মালিক আশ্রাফ উদ্দিন নামে এক ব্যাক্তি তার নিজস্ব আবাসিক বসত ভিটায় যাতায়াতের পথ হিসেবে ব্যবহারের জন্য উল্লেখিত দাগের জায়গা নিজের নামে ইজারা (বন্দোবস্তি) দেয়ার জন্য সড়ক ও জনপদ (সওজ) এর প্রতি আবেদন করলে ২০২২ সালের ১ লা ডিসেম্বর সওজ আবেদন মঞ্জুর করে হলফনামা, চুক্তিনামা ও শর্ত মোতাবেক উল্লেখিত অংশের জায়গাটি আশ্রাফ উদ্দিনকে ইজারা দেন।

.

কিন্তু উল্লেখিত জায়গাটি স্থানীয় একটি প্রভাবশালী মহলের দখলে থাকায় আশরাফ উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক (স্মারক নং ০০,২০,১৫০০,৫০২,২৯,০০৬,২৩/৭০৩ মুলে ১১/০৬/২০২৩ ইং তারিখে এক পত্রে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি)কে উল্লেখিত জায়গা থেকে অবৈধ দখলদার মিরাজ (পিতা আবু তাহের) এর নির্মাণ করা স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দেন।

ইজারাদার আশ্রাফ উদ্দিন অভিযোগ করেন, অবৈধ দখলদার জায়গাটির উপর বর্তমানে ধর্মীয় প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাগিয়ে দখল করে আছে। জেলা প্রশাসকের নির্দেশের ৪/৫ মাস অতিবাহিত হলেও সন্দ্বীপের ইউএনও উচ্ছেদ অভিযান পরিচালনা করে নি। ফলে অবৈধ স্থাপন নির্মাণের কারণে তার যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে বার বার ইউএনও’র সাথে দেখা করে অনুরোধ করার পরও রহস্যজনক কারণে ইউএনও উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন না।

জানতে চাইলে উচ্ছেদের নোটিশ পাওয়ার কথা স্বীকার করে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খ্রিসা পাঠক নিউজ ডটকমকে বলেন, ওই জায়গাটি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। সময় হলে আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবো। তিনি বলেন উচ্ছেদ করার জন্য আমাকে কোন সময় নির্ধারণ করে দেয়া হয়নি। আমরা আমাদের সুবিধামত সময়ে উচ্ছেদ করবো।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট