t এনায়েত বাজারের কাউন্সিলর, আ’লীগ নেতা সলিম উল্লাহ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এনায়েত বাজারের কাউন্সিলর, আ’লীগ নেতা সলিম উল্লাহ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেনের (চসিক) কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সলিম উল্লাহ প্রকাশ বাচ্চু এবং তার স্ত্রী আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২২ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা সমন্বিত-১ কার্যালয়ে মামলাটি করেন উপসহকারী পরিচালক সবুজ হোসেন।

আসামী সলিম উল্লাহ প্রকাশ বাচ্চু চসিকের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামলায় দুদক তাদের বিরুদ্ধে ৯৪ লাখ ৩৮ হাজার টাকার দুর্নীতির অভিযোগ এনেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর ইনচার্জ ও উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত।

তিনি বলেন, অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ অর্থ ভোগদখল করার প্রমাণ পাওয়ায় সলিম উল্লাহ প্রকাশ বাচ্চু ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) এবং দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদক মামলাটি অধিকতর তদন্ত করবে এবং তদন্তকালে মামলায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি সলিম উল্লাহ বাচ্চু কর্তৃক অসাধু উপায়ে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টা করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে আয়কর নথিতে ও পরবর্তীতে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তাঁদের অর্জিত সম্পদের আয়ের উৎস হিসেবে মিথ্যা/ভিত্তিহীন ব্যবসা দেখানো ও মৎস্য চাষ দেখিয়ে ৯৪ লাখ ৩৮ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এর আগে ২০১৯ সালের ২৭ মার্চ দুদক বরাবরে সম্পদ বিবরণী দাখিল করেন আসামি আয়েশা ছিদ্দিকা। সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্থাবর সম্পদ থাকার তথ্য দেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print