ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজাকার নেই বলে সার্চ কমিটি নিরপেক্ষ নয়: তথ্যমন্ত্রী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি নিয়ে খালেদা জিয়া জল ঘোলা করা শুরু করেছে উল্লেখ্য করে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন অগনতান্ত্রিকভাবে কোন চক্রান্তের সংলাপ হবে না।

তিনি শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলয়াতনে চট্টগ্রাম মহানগরী, উত্তর ও দক্ষিণ জেলা জাসদের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, জঙ্গি দমন, বৈষম্য দমন, সুশাসন প্রতিষ্ঠা, দলবাজ এইসবের বিরুদ্ধে জাসদ যুদ্ধ ঘোষনা করেছে।

বেগম খালেদা জিয়ার বক্ত্যবের সমালোচনা করে তথ্য মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি যাদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন সেই কমিটিতে কোন রাজাকার নেই, যার জন্য খালেদা জিয়ার দৃষ্টিতে এ কমিটি নিরপেক্ষ নয়।

মন্ত্রী বলেন, রাজাকারের সাথে আপোষ করলেই খালেদা জিয়ার দৃষ্টিতে জাতীয় ঐক্যমত হয়। কিন্তু জাসদ মনে করে রাজাকার রেখে নিরপেক্ষ কমিটি বা জাতীয় ঐক্যিমত প্রতিষ্টার কোন সুযোগ নেই। কেননা দেশের মানুষও রাজাকারদের কমিটিতে রেখে নিরপেক্ষ কমিটি চায় না।

রাষ্ট্রপতি যাদের সার্চ কমিটিতে রেখেছেন তাদের কেউই কোন দলের সঙ্গে যুক্ত নয় উল্লেখ করে তিনি বলেন, এই সার্চ কমিটি একটি দল নিরপেক্ষ কমিটি হয়েছে। কিন্তু খালেদা জিয়া এই কমিটিকে নাকচ করে দিয়েছেন। কেননা ২০১৪ সালে নির্বাচনের মতো আগামী নির্বাচনেও বানচাল করে রাজাকারদের সাথে নিয়ে ক্ষমতায় বসতে এই সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন।

মহানগর জাসদের সভাপতি অভিক ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, কেন্দ্রিয় কমিটির সদস্য আলহাজ্ব তৈয়বুর রহমান, কেন্দ্রিয় কমিটির সদস্য সাংবাদিক বেলায়েত হোসেন, সুযশময় চৌধুরী, ডা: সাধন মিত্র, চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুকলাল দাশ, উপদেষ্টা আহমেদ শরীফ, বীরমুক্তিযোদ্ধা হারুন-উর রশিদ, উত্তর জেলা জাসদ নেতা মৃনাল কুসুম বড়ুয়া, উত্তর জেলার সাইফুল আক্তার, মহানগর জাসদের যুগ্ন-সম্পাদক সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মঈনুল আলম খান, শ্রমিক জোটের নগর আহ্বায়ক বোধিপাল বড়ুয়া, নারীজোট নেত্রী কলি বড়ুয়া, দক্ষিন জেলা জাসদ নেতা পেয়ারুল ইসলাম, যুবজোট নেতা জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের সভাপতি তুষার বড়ুয়া, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি অনিক দাশ প্রমুখ।

সভা পরিচালনা করেন উত্তর জেলা জাসদের সহ-সভাপতি আ ফ ম মুফিজুর রহমান ও দক্ষিন জেলা সাধারণ সম্পাদক মো: হোসেন।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print