
রাঙামাটি শহরে বিদ্যুতিক খুটিতে উঠে মেরামত কাজ করার সময় নিচে পড়ে গুরুত্বর আহত হয়ে আইয়ুব হেলাল নামের একটি কর্মচারির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল আটটার সময় রাঙামাটি শহরের চম্পকনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত আইয়ুব হেলাল বিদ্যুৎ বিভাগের মেরামত সহকারী হিসেবে কর্মরত ছিলো বলে নিশ্চিত করেছের রাঙামাটি বিদ্যুৎ বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন।
নিহতের বড় ভাই ইউছুপ বেলাল জানিয়েছেন, ভোর থেকে চম্পকনগর এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল ৮টার দিকে বিদ্যুৎ বিতরণ থেকে একটি টিম ট্রান্সফর্মারে কাজ করে বিদ্যুৎ সরবরাহ লাইন স্বাভাবিক করতে আসে। তখন লাইনটি ঠিক করতে হেলাল উদ্দিন বৈদ্যুতিক খুঁটিতে উঠেন। তার কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে তিনি পড়ে যান এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। নিহতের স্বজনদের ধারনা, বৈদ্যুতিক শর্টের কারণে খুঁটি থেকে পড়ে গিয়ে হেলালের মৃত্যু হয়েছে জানিয়ে নিহতের ভাই বেলাল বলেন, তার ভাইয়ের মৃত্যুতে সংশ্লিষ্টদের অবহেলা ছিলো। ছোট ভাইয়ের এই মৃত্যুতে তার দুইটি ছোট ছোট কন্যা সন্তান নিয়ে পরিবারটির আর কোনো অবলম্বন রইলো না। তাই নিহতের পরিবারবে বিদ্যুত বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ক্ষতিপূরনের দাবিও জানিয়েছেন তিনি।