
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
সীতাকুণ্ডে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (৬ জানুয়ারী) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালিপাড়া রাস্তার মাথা এলাকায় (মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশে) পিকআপে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে পাঁচটার সময় মহাসড়কে ৮-১০ জন দুর্বত্ত একটি প্লাস্টিকের ড্রামবাহী পিকআপ ভ্যান মহাসড়কে দাঁড় করাতে বাধ্য করে চালক ও তাঁর সহকারীকে নামিয়ে। পেট্রল বোমা ছুঁড়ে পিকআপে আগুন ধরিয়ে দেয়। পরে দুর্বত্তরাআগুন দিয়ে পালিয়ে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল জানান, ভোরে মহাসড়কে একটি গাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এটি একটি পিকআপ ভ্যান। আগুনে পিকআপ ভ্যান ও ভ্যানে থাকা ড্রামগুলো পুড়ে গেছে। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মহাসড়কে গাড়িতে আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল হাকিম।