
চট্টগ্রাম মহানগরীতে ৩টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুড়ে যাওয়া ভোটকেন্দ্রগুলোর মধ্যে দুইটি স্কুল ও একটি মাদ্রাসা।
আজ শনিবার ভোরে নগরীর বন্দর থানাধীন দুইটি ও খুলশী থানাধীন একটা কেন্দ্রে আগুন দেয়া হয়।
আগুন লাগা প্রতিষ্ঠানগুলো হচ্ছে-চট্টগ্রাম বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিউস সুন্নাহ মাদরাসা ও খুলশী হলি ক্রিসেন্ট হাসপাতালের পাশে ডিজেল কলোনি ইউসেপ স্কুল (ডাব্বা স্কুল)। এসব প্রতিষ্ঠান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র।
বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ভোর ৫টা থেকে কাছাকাছি সময়ে তিন প্রতিষ্ঠানে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট। এর মধ্যে চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের আওতাধীন নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন লাগে। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২৯২ জন। বিদ্যালয়ের তিন তলা ভবনের নিচতলায় প্রধান শিক্ষকের রুম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রধান শিক্ষকের রুমে থাকা নতুন বইসহ আনুমানিক ৫০ হাজার টাকার জিনিসপত্র পুড়ে গেছে। তবে ভোটের সামগ্রী ও বুথের কোনো ক্ষয় হয়নি।
এদিকে একই সময়ে খুলশী হলি ক্রিসেন্ট হাসপাতালের পাশে ডিজেল কলোনী ইউসেপ স্কুলে (ডাব্বা স্কুল) আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (বন্দর-পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন বলেন, আগুনের খবর পেয়ে আমরা কেন্দ্রগুলোতে গিয়েছি। এরমধ্যে একটা কেন্দ্রে অগ্নিসংযোগের বিষয়ে নিশ্চিত হয়েছি। আর মহিউস সুন্নাহ মাদ্রাসার বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। থানা পুলিশও ব্যবস্থা নিচ্ছে।