
চট্টগ্রামের মিরসরাইয়ে ভোট দিয়ে বাড়ি ফেরার পর করিম উল্লাহ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স ৮৭ বছর। তিনি নৌকার প্রার্থী সমর্থক ছিলেন বলে স্থানীয়রা জানান।
আজ রবিবার (৭ জানুয়ারি) দুপুরে নিজ বাড়িতেই তিনি মারা যান। করিম উল্লাহ উপজেলার ইছাখালী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলিনেওয়াজ সওদাগর বাড়ির বাসিন্দা।
স্বজনরা জানান, করিম উল্লাহ সকালে ঝুলনপোল বিএম হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।
স্থানীয় বাসিন্দা মো. জামাল উদ্দীন বলেন, তিনি নৌকার সমর্থক ছিলেন। বৃদ্ধ বয়সেও নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নিতেন তিনি।
চট্টগ্রাম-১ আসনে ১০৬টি কেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৭৪১ জন ও নারী ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন ভোটার রয়েছেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে ও মিরসরাই আসনের নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল নৌকার সক্রিয় সমর্থক করিম উল্লাহ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।