
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পাঁচ মাস ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে এভারকেয়ার হাসপাতাল থেকে তার রাজধানীর গুলশানের বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।
গত বছরের ৯ আগস্ট থেকে বিএনপির নেত্রী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত দেয়।
দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি।