
বঙ্গোপসাগরে ভাসানচরে ডুবতে যাওয়া এম ভি ‘টিটু-৫৮’ নামক একটি লাইটার জাহাজ থেকে ১১ জন ক্রুকে উদ্ধার করেছে কোস্টগার্ড (পূর্বজোন)।
কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে লাইটার জাহাজটি। এটি ভাসানচর এলাকায় পৌছলে এক পর্যায়ে ইঞ্জিন রুমে পানি ঢুকে বিকল হয়ে লাইটারটি নিয়ন্ত্রণহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে এবং লাইটার জাহাজটি ডুবতে শুরু করে।
পরবর্তীতে বিকল হয়ে যাওয়া লাইটারটি ভাসানচর থেকে আনুমানিক ৭ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থান করলে মোবাইল ফোনের মাধ্যেমে লাইটারের ক্রুরা উদ্ধার সহায়তা চেয়ে কোস্ট গার্ড পূর্ব জোন অপস্ রুমকে অবগত করলে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর কর্তৃক দূর্ঘটনা কবলিত স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বৃহস্পতিবার রাত ১টায় ১১ জন লাইটার ক্রুকে অর্ধ নিমজ্জিত জাহাজ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।
পরবর্তীতে লাইটার জাহাজের মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হয় এবং ক্রুদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।