
চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার কর্ণেলহাট ও জেলার সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-বৃদ্ধা পরীজান বিবি (৬৫) ও মো সালাউদ্দীন (৫২)।
আজ সোমবার (১৫ জোনুয়ারী) সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে কর্ণেলহাট ওভারব্রীজের নীচে রাস্তা পার হতে গেলে বৃদ্ধা পরীজান বিবিকে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে যায়। এতে গুরুত্বর আহত হন তিনি। পরে ওই নারীকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন’। তিনি নগরীর কর্ণেল হাটের মকিম তালুকদার বাড়ির ওয়াহিদ উল্লাহ’র স্ত্রী।
এদিকে সকাল ৭টার দিকে জেলার ভাটিয়ারী বানুবাজারস্থ পোর্ট-লিংক কন্টেইনার ডিপোতে কন্টেইনার কালমারের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হন প্রতিষ্ঠানের শ্রমিক মো সালাউদ্দীন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত সালাউদ্দীন নোয়াখালীর বেগমগঞ্জ থানার শ্রীধরপুর এলাকার হাবিবুল্লাহর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সকালে ভাটিয়ারী ও কর্ণেলহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী ও এক পুরুষকে হাসপাতালে আনার পর দুজন মারা যান। দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।