ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছোট ভাইয়ের স্ত্রী’র বিরুদ্ধে ভাসুরের সংবাদ সম্মেলন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মিথ্যা অপবাদের প্রতিবাদে  চট্টগ্রামের
সীতাকুণ্ডে আপন ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছেন ভাসুর মোঃ শাহ আলম।

আজ ১৬ জানুয়ারী মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে উক্ত সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।  তার পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন শাহ আলমের ছেলে মোঃ কামরুল হাসান।

সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের নুরুল আলম কমিশনার বাড়ির মৃত ফরিদ আহম্মদের ছেলে মোঃ শাহ আলম সংবাদ সন্মেলনে তার ছোট ভাইয়ের স্ত্রী হোসনে আরা বেগমের দায়ের করা মিথ্যা মামলা ও মিথ্যা অপবাদের অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে শাহ আলম বলেন, বিগত ২০১০ সালের ২৬ জুন সীতাকুণ্ড পৌর সদর এলাকায় কিছু চিহ্নিত সন্ত্রাসীর হাতে আমার ছোট ভাই নুরুল আলম কমিশনার খুন হন। এরপর কিছুদিন পর থেকে ছোট ভাইয়ের স্ত্রী হোসনে আরা বেগম বেপরোয়া জীবন যাপন শুরু করে। তার ঘরে অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যায়।  বড় ভাই তথা ভাসুর হিসেবে বিষয়টি আমার নজরে আসলে আমি তাকে বিভিন্ন সময় মৌখিক ভাবে শাসন করি। এরপর থেকে হোসনে আরা বেগম আমার উপর অসন্তুষ্ট হইয়া আমার পারিবারিক ও খরিদা সম্পত্তি ভাগ করে নিতে চাইলে পৌরসভা তার সম্পত্তি তাকে বুঝিয়ে দেয়। পরে তিনি ভাড়া ঘর নির্মাণ করলে আমার জায়গায় তার ঘর ও স্থাপনা এসে যায়। সে সময় আমি তার নাবালক পুত্রদের কথা ভেবে তারা সাবালক হলে আমার জায়গা ছেড়ে দেবে শর্ত দিয়ে ব্যবহারের অনুমতি দিই। কিন্তু পরবর্তীতে দেখি তারা জাল দলিল করে এই সম্পত্তি দখলের পাঁয়তারা শুরু করেছে।

আমি প্রতিবাদ করায় আমি (শাহআলম) ও আমার পুত্র কামরুল হাসান (৩২) ও বদরুল হাসান (২৫), কন্যা নিলুফা আক্তার (২৭) এবং স্ত্রী আনোয়ার বেগম এর নামে ৪-৫টি মিথ্যা মামলা দেবার পাশাপাশি অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। এতে আমরা শারীরিক, মানসিক, আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছি। তার স্বামীর মৃত্যুর পর বেপরোয়া জীবন যাপন শুরু করেন ছোট ভাইয়ের স্ত্রী হোসনেয়ারা বেগম। ভাসুর হিসেবে এর প্রতিবাদ করতেন মোঃ শাহআলম। এতেই ক্ষিপ্ত হয়ে ভাসুর ও তার পরিবারের সদস্যদের নামে একের পর এক মিথ্যা মানহানিকর মামলা দিয়ে চরম হয়রানি শুরু করেন হোসনেয়ারা।

শুধু তাই নয়, বিভিন্ন মাধ্যমে শুরু করেন অপপ্রচারও। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তর ও আদালতে হাজির হতে হতে ক্লান্ত অসুস্থ ষাটোর্ধ বৃদ্ধ শাহআলম। আমার ছোট ভাইয়ের হত্যার সাথে নাকি আমি জড়িত সে এমন মিথ্যা অপবাদ দিতে থাকে এবং একেরপর এক মিথ্যা মামলা দায়ের করে আমাকে হয়রানি করতে থাকে। আমি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অতিকষ্টে জীবন যাপন করছি। এ বুদ্ধ বয়সে বিভিন্ন মিথ্যা অপবাদ ও মামলা দিয়ে আমাকে অযথা হয়রানি করছে। সংবাদ সন্মেলনের মাধ্যমে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম, বড় ছেলে কামরুল হাসান ও ছোট ছেলে বদরুল হাসান।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print