
চট্টগ্রামে গ্যাস সংকট কাটেনি। মহেশখালীতে বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ক্রুটির কারণে গত ৩ দিন ধরে চট্টগ্রামে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে আবাসিক গ্রাহকসহ মিলকারখানায় গ্যাস সংকট বিরাজ করছে। সীমাহীন বেড়েছে নাগরিক দুর্ভোগ ।
শুক্রবার রাতে ক্রুটি সারিয়ে এলএনজি টার্মিনাল আংশিকভাবে চালু হয়েছে বলে দাবী করা হলেও আজ শনিবার বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। কিছু কিছু এলাকায় গ্যাস আসলেও গ্যাসের পেসার একদম শ্লো।
এদিকে গ্যাসের দাবীতে দুপুরে নগরীতে মানববন্ধন পালন করেছে কঠোর আন্দোলনের আল্টিমেটাম দিয়েছে গ্রাহকরা। চট্টগ্রাম গ্রাহক কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে দ্রুত গ্যাস সরবারাহের দাবী জানিয়ে বলা হয় এই সমস্যার সমধান না হলে নগরবাসী কঠোর আন্দোলন গড়ে তুলবে।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১০টা ১২ মিনিটে টার্মিনালটি আংশিকভাবে চালু হয়েছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার এক কর্মকর্তা।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) গৌতম চন্দ্র কুন্ডু বলেন, ‘শুক্রবার রাতে প্রকৌশলীরা ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি সমাধান করেছেন এবং তারপরে শনিবার সকালে টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ আবার শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তবে গ্যাসের চাপ এখনও প্রত্যাশিত মাত্রায় পৌঁছাতে পারেনি।’ ‘ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়ছে এবং আমরা আশা করছি, আজ বিকেল নাগাদ বাসাবাড়ির চুলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।’
উল্লেখ্য গ্যাস সংকটের কারণে ইতোমধ্যে চট্টগ্রামের কাফকো, সিইউএফএল, শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রসহ গ্যাসনির্ভর সব শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। গ্যাস নেই ৬৮টি সিএনজি রিফুয়েলিং স্টেশনসহ কয়েক হাজার বাণিজ্যিক এবং ৬ লাখেরও বেশি আবাসিক গ্রাহকের সংযোগে।
সূত্র বলেছে, সংস্কার কাজ শেষ করে সিংগাপুর থেকে আনা এলএনজিবাহী জাহাজ (টার্মিনাল) মহেশখালীতে সাগরের তলদেশে পাইপ লাইনে সংযোগ দেয়ার সময় বৃহস্পতিবার বিপর্যয় ঘটে। জাহাজের সাথে পাইপের সংযোগ দেয়া সম্ভব না হওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
চট্টগ্রামে এই পর্যন্ত ৯২ কিলোমিটার দীর্ঘ পাইপ লাইনের গ্যাস দিয়ে কয়েক ঘন্টা চললেও শুক্রবার রাত থেকে পুরো চট্টগ্রামে গ্যাস প্রবাহ বন্ধ হয়ে যায়।
চট্টগ্রামে আগে সিলেট এবং কুমিল্লা অঞ্চলের গ্যাস আনা হতো বিদ্যমান আশুগঞ্জ বাখরাবাদ পাইপ লাইন দিয়ে। এলএনজি আমদানি শুরু করার পর আশুগঞ্জ বাখরাবাদ পাইপ লাইনকে বাল্ব লাগিয়ে ওয়ান ওয়ে করে ফেলা হয়। এতে চট্টগ্রামের দিক থেকে গ্যাস শুধু নেয়া যায়, চট্টগ্রামে আনা যায় না।
দুপুরে গ্যাসের দাবীতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম গ্রাহক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল বাশার। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব মাহাবুবুল আলম।
উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ আবদুল আজিজ, শাহনওয়াজ শাকু, সহ সভাপতি জানে আলম, মো: নূরনবী, আলহাজ্ব মো: শাহ আলম, সদস্য মো: শহীদ, আবদুর রহিম, মো: জামাল উদ্দিন, আবুল হাসেম, মো: নুরুল আজম রাসু প্রমুখ।