
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ঝাউতলা স্টেশন এলাকায় দুই গ্রুপের বিরোধের জেরে মো. বেলাল (৩০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
শনিবার (২৬ জানুয়ারী ) দিবাগত রাত সাড়ে ১০টায় সিএনজি অটোরিকশার লাইন নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নগরীর টাইগারপাস থেকে ঝাউতলা রুটে চলাচল করা সিএনজির নিয়ন্ত্রণ নিয়ে বাবুল গ্রুপ এবং মিজান গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে দ্বন্দ্বে বাবুল গ্রুপ ও জুয়েল গ্রুপ মিলে মিজান গ্রুপের সিএনজি চালক মো. বেলালকে ছুরিকাঘাত করে। গুরুত্বর আহত বেলালকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় ঝাউতলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
একাধিক সুত্র জানায়, নগরীর টাইগারপাস থেকে ঝাউতলা রুটে চলাচল করা সিএনজির নিয়ন্ত্রণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন হিরনের অনুসারীরা। মূলত তার অনুসারীদের দুই গ্রুপের মধ্যে এই বিরোধ সৃষ্টি হয়।
নিহত বেলাল পেশায় সিএসজি চালক হলেও কাউন্সিলর হিরণের পক্ষে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে লোকজন নিয়েও অংশ নিতেন।
সিএমপির খুলশী থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন- এলাকায় সিএনজি চালানো নিয়ে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বাক বিতণ্ডায় বেলাল নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে। এখনো কেউ আটক হয়নি।