
চট্টগ্রাম মহানগরীতে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগনাল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে গেছে তারা।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, দুপুরে কক্সবাজার থেকে আসা ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।