
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শরীফ মিঠু নামে এক চিকিৎসকের পকেট থেকে ৪টি স্বর্ণের বাার উদ্ধার করা হয়েছে।
তিনি বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবলে জানা গেছে। এ ঘটনায় চিকিৎসকক শরীফ মিঠুসহ ২ জনকে আটক করা হয়।
আজ সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিমান বন্দরের ভেতর থেকে তাদের আটক করা হয়।
তবে আটক অন্যজনের নাম জানা যায়নি। তিনি সকালে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইটের যাত্রী ছিলেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার পকেট থেকেও চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আটক অন্য এক যাত্রীর স্বর্ণের বার তিনি পকেটে বহন করছিলেন। এ বিষয়ে আটককৃত ২ জনকে করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিআইডির সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার গণমাধ্যমকে বলেন, সকালে বিমানটি অবতারের পর ওই বিমানের এক যাত্রী অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণগুলো ডা. শরীফকে দেন। তিনিই মূলত নিরাপদে পাচার করার চেষ্টা করছিলেন। পরে তাকে স্ক্যান করা হয়, স্ক্যানে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রতিটা বারের ওজন ছিল ১১৬ গ্রাম।
এর আগে গত শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত সিগারেটের প্যাকেট থেকে প্রায় দেড় কোটি টাকার ১৪টি সোনার জার জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। পরে সেগুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়।