
চট্টগ্রাম মহানগরীতে দশতলা ভবন থেকে পড়ে মোনাম সামাদ তাহমীন (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
আজ সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে চকবাজার থানার চন্দনপুরা পশ্চিম গলি ‘নেপচুন টাওয়ারে’ এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহমীন নগরীর মাদারবাড়ি সিটি গালর্স হাইস্কুলে নবম শ্রেণীর ছাত্রী ছিলেন। তিনি ওই এলাকার হায়দার আলীর মেয়ে। ভবনটি তাদের নিজস্ব ছিল।
মেয়েটির বাবা হায়দার আলী জানান, সকাল ৯টার দিকে আমি আগ্রাবাদ এলাকায় কর্মস্থলে চলে যাই। যাওয়ায় সময় স্কুলে যেতে আমার কাছ থেকে ৫০ টাকা গাড়ি ভাড়াও নিয়েছে সে। এর আগে আমার স্ত্রী ছোট মেয়েকে অন্য একটি স্কুলে পৌঁছে দিতে যান। পরে খবর পাই আমার মেয়ে ভবন থেকে পড়ে গেছে। বাবা হায়দার আলী আরও বলেন, মেয়েটি চোখে কম দেখত, এজন্য চশমা পরত। রোদে গেলে তার মাথা ঘুরাত।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, চন্দনপুরা এলাকায় ১০ তলা একটি ভবন থেকে পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছে কিনা বা অসতর্কতাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তা তদন্তে জানা যাবে। পুলিশ সুরতহাল শেষ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।