
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল আনোয়ারা প্রান্ত আবারও দুর্ঘটনা ঘটেছে। এবার ট্রাকের ধাক্কায় মো. পারভেজ (৩০) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে বঙ্গবন্ধু টানেল আনোয়ারা প্রান্ত এপ্রোচ রোডের সিকিরিটি পোস্টের সামনে এ ঘটনা ঘটে।
আনোয়ারা থানার সেকেন্ড অফিসার মো: কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পারভেজ আনোয়ারা উপজেলার পরৈকোড়া মাহাতা গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে। তার পরিবারে তার স্ত্রী এক ছেলে এক মেয়ে রয়েছে। সে দীর্ঘ পাঁচ বছর যাবৎ আনোয়ারা কোরিয়ান ইপিজেডের ইয়াং ওয়ান সু- ফ্যাক্টরীতে সিকিউরিটি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজ ভোরে নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে ডিউটিতে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।