ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নিউ মার্কেট এলাকায় পুলিশ হকার সংঘর্ষে একজন গুলিবিদ্ধ, চসিকের ৩ গাড়ী ভাঙচুর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ম্যাজিষ্ট্রেটকে বাধা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩টি গাড়িতে ভাঙচুর করে হকাররা।

সংঘর্ষে ৩ পুলিশসহ কয়েকজন হকার আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে পুলিশের গুলিতে আহত ১জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে এ সংঘর্ষে শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বিকেল পৌণে ৫ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় নিউ মার্কেট রিয়াজউদ্দিন বাজার, জিপিও ও কোতোয়ালী এলাকায় যানবাহন চলাচল দোকান পাট বন্ধ হয়ে যায়।

.

সিটি কর্পোরেশনের নির্দেশে সড়কের উপর থেকে হকারদের উচ্ছেদ করতে গেলে এ সংঘর্ষ লেগে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন তীব্র যানজট লেগে থাকাা নগরীর ব্যস্ততম নিউমার্কেট থেকে স্টেশন রোড এলাকা থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছিল ৮ ফেব্রুয়ারি। সেখানে যেন পুনরায় হকার বসতে না পারে সেজন্য সিটি করপোরেশনের (চসিক) পক্ষে প্রতিদিনই তদারকি করা হচ্ছিল।

আজ সোমবার বিকেলে ঐ এলাকায় গিয়ে বেশ কিছু ফুটপাত ও সড়ক দখল হয়ে যাওয়ায় সেগুলো উচ্ছেদ করে চসিকের গাড়িতে তোলা হচ্ছিল। এ সময় নিউমার্কেট এলাকায় জড়ো হন হকাররা। পরে মিছিল নিয়ে এসে তারা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের উচ্ছেদ অভিযানে বাঁধা দেন। তর্কাতর্কির এক পর্যায়ে হকাররা মারমুখী হয়ে হামলা শুরু করে।

.

এ সময় আত্মরক্ষায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা সেখানকার গণশৌচাগারে অবস্থান নেন। পরে খবর পেয়ে পুলিশ এসে হকারদের ধাওয়া দিলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এরপর পুলিশ ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে হকাররা রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন অলি-গলিতে ঢুকে সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে।

কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক জানান- হকারদের উচ্ছেদ করতে গেলে তারা ম্যাজিষ্ট্রেট ও দায়িত্বরত পুলিশের উপর হামলা চালায়। ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। হকারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের বিপুল পরিমাণ সদস্য ঘটনাস্থলে আছেন।’

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print