
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি খামারে আগুন লেগে ১১টি গরু পুড়ে মারা গেছে।
আজ মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টায় উপজেলার বৈলতলী বুড়ির দোকান এলাকায় আবদুল গফুর নামে এক খামারির গরুর খামারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল গফুরের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তীরা তার খামারে আগুন লাগিয়েছে। তবে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন।
স্থানীয়রা জানায়, আবদুল গফুর কৃষি কাজের পাশাপাশি তার স্ত্রী ও ৬ ছেলে মেয়ের অক্লান্ত পরিশ্রমে গত ২ বছর আগে খামারটি শুরু করেন। খামারটিতে ২০ লাখ টাকার গরু ছিল। ধারদেনা ও ঋণ করে গরুগুলো নিয়েছিলেন ওই খামারি। কিন্তু ১০ মিনিটের আগুনেই তার স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেলো।
আগুনের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসলেও ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খামারের দরজা বন্ধ ও গরুগুলো বাঁধা অবস্থায় থাকায় খামারের ভিতরেই গরুগুলো ছটফট করতে করতে মারা যায়।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জুনায়েদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা এ আগুন বেশিক্ষণ স্থায়ী না হলেও ধোঁয়ার কারণে সব গরু মারা গেছে। পুড়ে যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।