
চট্টগ্রাম মহানগরীর রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) জুবিলী রোড শাখা অফিসে আগুন লেগেছে।
আজ শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণ
এক প্রত্যক্ষদর্শী বলেন,‘সন্ধ্যার পর শর্ট সার্কিট থেকে হাল্কা আগুন ধরে৷ এরপরই একটা বিকট আওয়াজ হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে। ব্যাংকের ভেতরে কিছুদিন আগে এয়ার কন্ডিশনের ওয়্যারিং এর কাজ করানো হয়েছিলো। সেখান থেকেই শর্ট সার্কিট হতে পারে। অলরেডি আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের এক কর্মী অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।’
অগ্নিনির্বাপণে কাজ করা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘ভেতরে প্রচুর ধোয়া। কি থেকে এত ধোয়া উৎপণ্ণ হচ্ছে তা বলতে পারছি না। তবে ধোয়ার ফলে আগুন নিয়ন্ত্রণে আমাদের বেগ পেতে হয়।