t স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ঃ প্রতিমন্ত্রী নজরুল – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ঃ প্রতিমন্ত্রী নজরুল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এমপি বলেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শ্রমজীবী, মেহনতী, শোষিত ও অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার আদর্শ ধারণ করে শ্রমিক এবং মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে এদেশের অগণিত শ্রমজীবী ও মেহনতী মানুষের অধিকার নিশ্চিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নানামুখী কাজ করে যাচ্ছে।

তিনি আজ বৃহস্পতিবার (৩০ মে) চট্টগ্রাম আগ্রাবাদ হোটেলে দিনব্যাপি চট্টগ্রাম বিভাগীয় শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন চট্টগ্রাম ইউনিসেফ এর যৌথ সহযোগিতায় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিভাগীয় শ্রম দপ্তর যৌথ ব্যবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ কর্মশালায় মন্ত্রী বলেন- শিশুদের জন্য ঝুঁকিপূর্ন কাজের তালিকার গেজেট করা হয়েছে, ৬টি সেক্টরকে শিশুশ্রম মুক্ত করা হয়েছে। শিশুশ্রম নিরসনের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন । সভায় কর্মকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে ২০২৫ সালের মধ্যে দেশকে শিশুশ্রম মুক্ত করার প্রত্যয় নিয়ে আমাদের সকলের দায়িত্ব পালন করতে হবে।চট্টগ্রাম বিভাগে শিশুশ্রম নিরসনে যে কমিটি আছে সেসকল কমিটি সক্রিয়তা বাড়ানোর অনুরোধ করেন।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সচিব মোছাঃ হাজেরা খাতুন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এবং ইউনিসেফ চট্টগ্রাম বিভাগ এর চিফ অব ফিল্ড অফিস মিস মাধুরী ব্যানার্জী। এনজিও প্রতিনিধি হিসাবে উপস্থীত ছিলেন ইপসা’র এডভোকেসি ফোকাল পার্সন মোহাম্মদ আলী শাহীন।

কর্মশালায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলার জেলা প্রশাসক ও প্রতিনিধি, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতের বিভিন্ন সেক্টরের মালিক/ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধি, শিশুশ্রম নিরসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় শিশুশ্রম নিরসন কর্মপরিকল্পনা ২০২১-২০২৫ উপস্থাপন করা হয়। কর্মপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং উপস্থিত প্রতিনিধিগণ শিশুশ্রম নিরসনে তাদের পরামর্শ ও মতামত তুলে ধরেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print