ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাবা-মায়ের কাছে দোয়া চাইতে গিয়ে সড়কে প্রাণ গেলো এইচএসসি পরীক্ষার্থীর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

জামালপুরে ট্রাকচাপায় কারিমুল ইসলাম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। পরীক্ষার আগে বাবা-মায়ের কাছে দোয়া নিতেই বাড়ি যাচ্ছিলেন তিনি। শনিবার (২৯ জুন) বিকেলে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে মরদেহ তার গ্রামের বাড়িতে নেয়া হয়।

এর আগে, গতকাল শুক্রবার (২৮ জুন) বিকালে জামালপুর শহরের মির্জা আজম চত্বরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক কারিমুলকে মৃত ঘোষণা করেন। নিহত কারিমুলের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইলের গিলাবাড়ি এলাকায়। তিনি ওই এলাকার সবজি ব্যবসায়ী সামিউল হকের ছেলে। সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিতেন তিনি।

নিতের স্বাজনরা জানান, কারিমুল জামালপুর শহরে পশ্চিম নয়াপাড়া একটি মেসে থেকে পড়াশোনা করতো। সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো। গতকাল শুক্রবার বিকালে জামালপুর শহর থেকে ইসলামপুরের নিজ বাড়িতে বাবা মায়ের কাছে দোয়া নেয়ার জন্য যাচ্ছিলেন। শহরের মির্জা আজম চত্বরে পাশে পৌঁছালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় শিক্ষার্থী কারিমুল ইসলাম। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে অজ্ঞতানামা পরিচয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারা আরও জানান, তার পরিচয় না পাওয়া গেলে ছবি তুলে পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তার পরিচয় নিশ্চিত করা হয়।

এ বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামীম ইফতেখার বলেন, অজ্ঞাত পরিচয়ে এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার পরিচয় পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের ছবিসহ পোস্ট করা হয়। তার পরিচয় পাওয়া গিয়েছে তিনি সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী।

জামালপুর থানার ওসি মহব্বত কবির বলেন, গতকাল মরদেহটি উদ্ধার করা হয়েছে। আজ তার স্বজনরা এসে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি।

সর্বশেষ

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মত চট্টগ্রাম বন্দরে এসেছে গমের জাহাজ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print