ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টিউলিপের পর শেখ রেহানার আরেক মেয়ে রূপন্তির ফ্ল্যাটের সন্ধান মিললো লন্ডনে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

লেবার পার্টির হয়ে মাত্র ১৬ বছর বয়সে রাজনীতিতে যোগ দেয়া টিউলিপ সিদ্দিকিই যেন এখন ব্রিটিশ রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু। একের পর এক দুর্নীতি আর অনিয়মের খবরে বিতর্ক যেন কাটছেই না টানা চারবারের এমপিকে নিয়ে। এবার ছোট বোনকে উপহার দেয়া ফ্ল্যাটে বসবাসের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

লন্ডনের অভিজাত এলাকা কিংস ক্রসের পর এবার হাইগেটেও মিললো টিউলিপ পরিবারের বিনামূল্যের ফ্ল্যাটের খবর। এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস। এতে বলা হয়, ২০০৯ সালে শেখ রেহানার ছোট মেয়ে আজমিনা হক রূপন্তিকে হ্যাম্পস্টেডের ওই ফ্ল্যাটটি কোনোরকম আর্থিক বিনিময় ছাড়াই হস্তান্তর করেন বাংলাদেশি আইনজীবী মঈন গনি।

অভিযোগ, ছোটবোন আজমিনার নামে থাকলেও হ্যাম্পস্টেডের ফিঞ্চলে রোডের ওই ফ্ল্যাটে বসবাস শুরু করেন খোদ শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক। তবে সময়কাল উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। ২০১২ সালে কোম্পানি হাউসের নথিতে ফ্ল্যাটটিকে নিজের ঠিকানা হিসেবে অন্তর্ভূক্ত করেন টিউলিপ। ২০১৪ সালেও একটি অলাভজনক প্রতিষ্ঠানের ট্রাস্টি থাকাকালীন উত্তর লন্ডনের এই ঠিকানা ব্যবহার করেন শেখ মুজিবুর রহমানের নাতনি।

সানডে টাইমসের দাবি, ২০১৬ সালেও উপহার পাওয়া ওই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেন টিউলিপের স্বামী ক্রিশ্চিয়ান পার্সি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তবে, তার ঘনিষ্ঠ সূ্ত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্যই বোনের ফ্ল্যাটটিতে বসবাস করেছিলেন টিউলিপ।

অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াকালীন শেখ হাসিনার ঘনিষ্ঠ বাংলাদেশি মঈন গণির কাছ থেকে ফ্ল্যাটটি পান আজমিনা সিদ্দিক। যা সাড়ে ছয় লাখ ইউরোর বিনিময়ে বিক্রি করেন ২০২১ সালে। বলা হয়, এই মঈন যুক্তরাজ্যে বাংলাদেশের পরামর্শ হিসেবে কাজ করেছেন।

এর আগে, ৪১ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার খবর ছাপা হয় ব্রিটিশ গণমাধ্যমে।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print