
চট্টগ্রামের মীরসরাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জাহেদ হোসেন মুন্না (২০) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। নিহত মুন্না উপজেলার গোভনীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মীরসরাই পৌর সদরে এ ঘটনা ঘটে। এঘটনায় পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হোসেনসহ চারজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বানিজ্য মেরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জাহেদ হোসেন মুন্না নিহত হয়।এঘটনায় মামলা দায়ের করা হয়েছে।