
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় টহল পুলিশের পুলিশ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য গুরতর আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত পুরিশ সদস্যরা হলো,এসআই হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, আমিরুল ইসলাম ও ফরিদ শেখ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটে। এসময় দুই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মোরশেদ খান (৩১) ও মো. করিম (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ জানান, টহল পুলিশের একটি দল কাপ্তাই রাস্তার মাথা এলাকায় তল্লাশি চালাচ্ছিল। গ্রেফতারকৃতরা একটি সিএনজির যাত্রী ছিল। তারা এসময় পুলিশের সাথে বাগবিতন্ডায় লিপ্ত হয়।এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।