
বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পৃথক দুই মামলায় চার দিনের রিমান্ডে মঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত।
আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে লোহাগাড়া ও সাতকানিয়া থানার দুটি মামলায় তিন দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত ।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আজ বুধবার সকালে আবু রেজা নদভীকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে দুই মামলায় চার দিনের রিমাণ্ড মঞ্জুর করে আদালত।