
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক অস্ত্রধারী সন্ত্রাসীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো,ছাত্রলীগ সন্ত্রাসী ঋভু মজুমদার (২৭) ও যুবলীগ সন্ত্রাসী মোঃ জামাল (৪০) ।
সোমবার (২০ জানুয়ারী) বিকালে চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল বেপারীপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে প্রকাশ্যে গুলি করার অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার এসআই নুরুল হাকিম বলেন. গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।একাধিক স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে উক্ত আসামীদ্বয়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি করে ছাত্র-জনতা হত্যায় সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়