
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জুবলী রোড এলাকা থেকে বৃটিশ দম্পতির হারিয়ে যাওয় হাত ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। তাদের ব্যাগে বৃটিশ পাসপোর্ট, মোবাইলসহ নগদ ৩ লক্ষ টাকা ছিল।
জানা যায়, মঙ্গলবার ২১ জানুয়ারী’২৫ সকাল সাড়ে ১১টার দিকে বৃটিশ দম্পতি তাফিকা চৌধুরী
(৭৬) ও তার স্বামী মোঃওয়াসিউর রহমান (৮৪) লাভ লেইন ইন্টার্ন ব্যাংকের সামনে সিএনজিতে ভূলক্রমে তাদের হাত ব্যাগটি রেখে নেমে যান। তাৎক্ষণিক তারা বিষয়টি কোতোয়ালী থানায় জানালে থানা পুলিশ ৮ ঘন্টার মধ্যে সিএনজিতে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃটিশ দম্পতি ০২টিব্রিটিশ পাসপোর্ট,নগদ৩,০০,০০০/-টাকা ও ব্যাংকের চেক বই, মোবাইল সেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগটি সিএনজিতে হারিয়ে ফেলেন। তারা বিষয়টি তাৎক্ষণিক থানায় অবহিত করলে আমরা উক্ত এলাকায় সিসি টিভির ফুটেজ চেক করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিএনজিটি শনাক্ত করি।পরে রাত ৮টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করে বৃটিশ দম্পতির নিকট তুলে দেওয়া হয়।