
চট্টগ্রামের নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীসহ ২৫ জনেক গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সবাই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সাথে জড়িত ও বিভিন্ন মামলার আসামী
শনিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংখ্যা শাখা থেকে নিশ্চিত করা হয়।
সিএমপি সূত্রে জানা যায়, ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় নগরের সদরঘাট থানাধীন নেভাল-১ এ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০জন আটক করা হয়।আটককৃতরা হলো, সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।
এছাড়াও নগরীর বিভিন্ন এলাকা থেকে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, ইপিজেড থানার আসামি মো. শামসুদ্দীন (৩৯), বন্দর থানার আসামি মো. সাহেদ (২৬), পতেঙ্গা থানার আসামি মো. মাহবুব আলম (৫২), বাকলিয়া থানার ৩৫ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন (২৩), মো. রমজান (১৯), মো. জাহিদুল ইসলাম সাকিব (২২), হৃদয় হাসান (১৯), মো. আব্বাস উদ্দিন (৩০), খুলশী থানার আসামি মো. জাকির হোসেন (২৫), তালহা জুবাইর (২৪), মেহেদী হাসান তুষার (২৬), কর্ণফুলী থানার যুবলীগের সাধারণ সম্পাদক আসামি আলমগীর বাদশা (৪২), শিকলবাহার ইউনিয়ন যুবলীগ সংগঠক মো. মামুন (৩৫), চান্দগাঁও থানার আসামি মো. মনির (৩৭) ও বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. ইমরান হোসেন (৪০)।